রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মন্ত্রিসভা ও নিরাপত্তা কর্মকর্তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাব্য প্রস্তুতি নিয়ে প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র যদি তিন দশকেরও বেশি সময় পর পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করে, তবে মস্কোও ‘সমান জবাব’ দেবে।
বুধবার (৫ নভেম্বর) রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র বা ‘কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি’ (সিটিবিটি)-এর অন্য কোনো স্বাক্ষরকারী দেশ যদি পারমাণবিক পরীক্ষা শুরু করে, রাশিয়াও বাধ্য হবে একই পথে হাঁটতে। তিনি পররাষ্ট্র, প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেন যেন তারা অতিরিক্ত তথ্য সংগ্রহ করে এবং পারমাণবিক পরীক্ষার প্রস্তুতিমূলক পদক্ষেপের জন্য সমন্বিত প্রস্তাব তৈরি করে।
পুতিনের এই নির্দেশ আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তের পর। ট্রাম্প ১৯৯২ সাল থেকে কার্যকর থাকা পারমাণবিক অস্ত্র পরীক্ষার স্থগিতাদেশ তুলে নিয়ে অবিলম্বে পরীক্ষা শুরুর নির্দেশ দেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ বৈঠকে বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত রাশিয়ার জন্য নতুন সামরিক হুমকি তৈরি করছে। তিনি জানান, প্রয়োজনে আর্কটিক অঞ্চলের নভায়া জেমলিয়ায় রাশিয়ার পুরনো পরীক্ষাকেন্দ্র দ্রুত পুনরায় সচল করা সম্ভব।
এদিকে, জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমভ সতর্ক করেন, এখনই প্রস্তুতি না নিলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সময়োপযোগী জবাব দেওয়া কঠিন হবে।
বৈঠকের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রস্তাব জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি পুতিন। এই আলোচনা মূলত যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রতিরক্ষামূলক পদক্ষেপের অংশ বলে জানান তিনি।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এই নতুন পারমাণবিক তৎপরতা বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও নাজুক অবস্থায় ফেলছে।

