পিএসএলে বিগত ৯ বছর পর এক বিরল কীর্তি করলেন রিশাদ

পিএসএলে বিগত ৯ বছর পর এক বিরল কীর্তি করলেন রিশাদ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের রিশাদ হোসেন ছড়িয়ে দিচ্ছেন একরাশ মুগ্ধতা। প্রথম দুই ম্যাচেই ৩টি করে উইকেট নিয়ে তিনি জানান দিচ্ছেন নিজের উপস্থিতি। দ্বিতীয় ম্যাচ শেষে ‘ফজল মাহমুদ ক্যাপ’ নিজের করে নেন রিশাদ—পিএসএলে চলমান আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারির মর্যাদাসূচক এই মেরুন ক্যাপটা এখন তার মাথায়।

পিএসএলে রিশাদের অভিষেক ছিল নিঃসন্দেহে নজরকাড়া। আর সেই পারফরম্যান্সই তুলে আনল এমন একটি রেকর্ড, যা গত ৯ বছরে কেউ ছুঁতে পারেননি। রিশাদের স্পিনের জাদু ফিরিয়ে আনল ৩,৩৪৯ দিন আগে দেখা এক বিরল কীর্তিকে।

পিএসএলে অভিষেক দুই ম্যাচেই তিন বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি এতদিন ছিল কেবল নিউজিল্যান্ডের গ্রান্ট এলিয়টের দখলে। ২০১৬ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পিএসএলে অভিষেক হয় এলিয়টের, প্রথম দুই ম্যাচে তুলে নিয়েছিলেন ৭ উইকেট। রিশাদ তার তুলনায় এক উইকেট কম নিয়েছেন, তবে অর্জনের মাহাত্ম্যে কম যান না একটুও।

এলিয়ট তার প্রথম ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে ২৫ রানে ৩ উইকেট এবং পরের ম্যাচে করাচির বিপক্ষে মাত্র ১৫ রানে ৪ উইকেট নেন। রিশাদ তার প্রথম ম্যাচে কোয়েটার বিপক্ষে তুলে নেন রাইলি রুশো, মোহাম্মদ আমির ও আবরার আহমেদের উইকেট—৩১ রানে। দ্বিতীয় ম্যাচে করাচির বিপক্ষে তার শিকার শান মাসুদ, ইরফান খান ও আব্বাস আফ্রিদি।

৯ বছর ২ মাস ২ দিন পর, অর্থাৎ ঠিক ৩,৩৪৯ দিন পরে, এলিয়টের পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশের তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন। এখন তার সামনে আরেকটি বড় সুযোগ—পিএসএলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়া। অভিষেক মৌসুমেই হয়ে উঠতে পারেন টুর্নামেন্টের সেরা বাংলাদেশি বোলার।

রিশাদের পরবর্তী চ্যালেঞ্জ ২২ তারিখ, মুলতান সুলতানসের বিপক্ষে। প্রথম দুই ম্যাচেই নজর কেড়েছেন তিনি, এবার দেখার পালা—নিজেকে আর কতদূর নিয়ে যেতে পারেন তরুণ এই টাইগার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *