নতুন ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কায়রন পোলার্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি গড়লেন অনন্য ডাবল রেকর্ড—১৪ হাজার রান ও ৩০০ উইকেটের মালিক একমাত্র ক্রিকেটার তিনি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার পথে এই কীর্তি অর্জন করেন পোলার্ড। বার্বাডোস রয়্যালসের বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্সের জয়ে অপরাজিত ১৯ রানে পৌঁছে যান মাইলফলকে। ৯ বলে ১ ছক্কা ও ২ চারে সাজানো ইনিংস তার দলকে অনায়াসে ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে সহায়তা করে।
টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান পূর্ণ করতে পোলার্ড খেলেছেন ৭১২ ম্যাচ ও ৬৩৩ ইনিংস। তার ব্যাট থেকে এসেছে একটি সেঞ্চুরি ও ৬৪টি হাফসেঞ্চুরি। রান তালিকায় তার ওপরে আছেন কেবল ক্রিস গেইল—৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান নিয়ে।
অলরাউন্ড পারফরম্যান্সেই আলাদা হয়ে উঠেছেন পোলার্ড। ৩৮ বছর বয়সী এই তারকার ঝুলিতে আছে ৩৩২ উইকেটও। যদিও সাম্প্রতিক সময়ে তাকে বোলিং করতে দেখা যায় না, চলতি সিপিএলে এখনও একটি বলও করেননি তিনি।
টি-টোয়েন্টির উইকেট শিকারির তালিকায় অবশ্য অনেক এগিয়ে আফগানিস্তানের রশিদ খান। লেগ স্পিনার এ পর্যন্ত ৪৮৪ ইনিংসে শিকার করেছেন ৬৬১ উইকেট।