প্রাথমিক শিক্ষকদের ফের কর্মবিরতির হুঁশিয়ারি

প্রাথমিক শিক্ষকদের ফের কর্মবিরতির হুঁশিয়ারি

চলতি মাসে তিন দফা দাবিতে রাজধানীতে টানা তিন দিন অবস্থান ও সব স্কুলে কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ১১তম গ্রেডের আশ্বাসে ১২ নভেম্বর থেকে ক্লাসে ফিরলেও, সরকার দাবির বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা আবারও কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন।

শিক্ষকরা বলছেন, তাদের নতুন কর্মসূচি হতে পারে ‘নো টেনথ গ্রেড, নো ওয়ার্ক’—দশম গ্রেড না দিলে ক্লাস বা কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নেবেন না।

প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়ন পরিষদের এক আহ্বায়ক বলেন, ‘দাবি বাস্তবায়নের জন্য দ্রুত প্রজ্ঞাপন চাইব। সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে। সেটি পূরণ না হলে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আবার কর্মবিরতির কর্মসূচি ঘোষণা হতে পারে।’

পরিষদের নেতা মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ বলেন, ১১ নভেম্বর অর্থ মন্ত্রণালয় আশ্বাস দিয়েছিল। তবে শিক্ষকরা তাতে সন্তুষ্ট নন। তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে দাবি বাস্তবায়নের অগ্রগতি জানবেন। শুক্রবার (২১ নভেম্বর) প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছরের গ্রেড উন্নয়নের সমস্যা সমাধান এবং ১০০% বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *