পর্দা নামার অপেক্ষায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি, এখন শুধু শিরোপা নির্ধারণী ম্যাচ বাকি। আগামী রোববার ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় কিউইরা, কারণ ফাইনালে ম্যাট হেনরিকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গত বুধবার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পান হেনরি। হেনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে মাটিতে পড়ে যান তিনি। যদিও ক্যাচটি ঠিকভাবে ধরতে সক্ষম হয়েছিলেন, তবুও চোটে পড়েন এবং তাকে মাঠ ছাড়তে হয়।
হেনরি পুরো ১০ ওভার বল করতে পারেননি। তিনি ৭ ওভার বল করে ৪২ রান দিয়ে দুটি উইকেট নেন।
ম্যাচের পর হেনরির চোট নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার আশাবাদী কিছু বলতে পারেননি। তিনি বলেন, “ম্যাট হেনরির কাঁধের অবস্থা কেমন, সেটা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কাঁধে বেশ ফুলে গেছে। অন্তত দু’দিন অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়।”
এদিকে, হেনরির চোট নিয়ে আজ ইএসপিএন ক্রিকইনফোকে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড জানান, তারা এখনও নিশ্চিত নন যে হেনরি ফাইনালে খেলতে পারবেন কিনা। তিনি বলেন, “এখনো কিছু বলতে পারছি না, শঙ্কা আছে।”