ফারুক-ফাহিমের ‘ইগোর লড়াইয়ে’নিয়ে মুখ খুলেন সুজন

ফারুক-ফাহিমের ‘ইগোর লড়াইয়ে’নিয়ে মুখ খুলেন সুজন

বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে বোর্ডে যোগ দিয়েছিলেন নাজমুল আবেদিন ফাহিম। জাতীয় ক্রীড়া সংস্থা মনোনীত এই দুই পরিচালকই বর্তমানে বিসিবির নেতৃত্ব দিচ্ছেন। তবে সম্প্রতি তাদের মধ্যে বেড়েছে দূরত্ব। ফারুকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন ফাহিম, তবে ফারুক দাবি করেছেন যে সব সমস্যা মিটে গেছে।

তবে ক্রিকেট মহলে এখনও আলোচনায় রয়েছে এই দুই প্রভাবশালী বোর্ড পরিচালকের দ্বন্দ্ব। এবার এ নিয়ে মুখ খুললেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন চলমান পরিস্থিতি নিয়ে।

সুজন বলেন, “দুজনই সাবেক ক্রিকেটার, তাদের মধ্যে কেন ইগোর সমস্যা হবে? তারা তো ক্রিকেটের উন্নতির জন্যই এসেছেন। যখন তারা আসেন, তখন অনেক কমিটমেন্ট দেখেছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো বলেছিলেন, অনেক সুদূরপ্রসারী পরিকল্পনা করছেন। কিন্তু সেগুলো এখন আমি দেখছি না।”

“এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা মনে হচ্ছে যেন লোভলালসার মতো হয়ে যাচ্ছে। ক্রিকেট অপারেশন্স না পেলে কাজ করব না, পদত্যাগ করব—এটা তো লোভলালসা। কেন এই লোভ তাদের মধ্যে আসছে? আমাকে কেন ক্রিকেট অপারেশন্স নিতে হবে? অন্য কমিটির চেয়ারম্যান হলে আমি সার্ভ করতে পারব না কেন? উনি কি ক্রিকেট অপারেশনের মাস্টার? উনার আগে তো আকরাম ভাই মাস্টার ছিলেন। উনি চাইলে সেটা নিতে পারেন, সাবেক ক্যাপ্টেন, আগেও চেয়ারম্যান ছিলেন।”

সুজন আরও বলেন, “এটা ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে তাদের মধ্যে ইগোর সমস্যা। এত অল্প পরিচালক দিয়ে ফারুক ভাইয়ের বোর্ড চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। কেন নতুন পরিচালক নিচ্ছেন না? যাদের নিতে চান, তাদের নিয়ে নিলেই তো পারেন। তাদের এমন মনোভাব দেখে খারাপ লাগে। দুজনই সিনিয়র মানুষ, আমরা যাদের অনেক শ্রদ্ধা করি। তাদের এই পরিস্থিতি দেখে ক্রিকেটার হিসেবে লজ্জিত হই।”

এছাড়া, সুজন বর্তমান বোর্ডের ব্যর্থতা হিসেবে ওয়ার্কিং কমিটি গঠন করতে না পারাকে উল্লেখ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *