ফিক্সিং কেলেঙ্কারিতে ৫ বছরের নিষেধাজ্ঞা, শেষ হলো সাব্বিরের ক্রিকেট ক্যারিয়ার

ফিক্সিং কেলেঙ্কারিতে ৫ বছরের নিষেধাজ্ঞা, শেষ হলো সাব্বিরের ক্রিকেট ক্যারিয়ার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ফিক্সিংয়ের অভিযোগে শাস্তির মুখে পড়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির। বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) তাদের তদন্ত শেষে অন্তত ৫ বছরের নিষেধাজ্ঞা এবং প্রয়োজনে ৮-১০ বছর বা তার বেশি সময়ের শাস্তি দেওয়ার প্রস্তাব করেছে। এ খবর প্রকাশ করেছে ডেইলি সান

ডিপিএলের একটি ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে সাব্বিরের রহস্যজনক আউট নিয়ে শুরু হয় বিতর্ক। ইনিংসের ৪৪তম ওভারে তিনি ইচ্ছাকৃতভাবে স্টাম্পিংয়ের সুযোগ করে দেন বলে ক্যামেরায় ধরা পড়ে। ঘটনাটি তদন্ত করে আকু জানায়, সাব্বির একাধিকবার দুর্নীতি দমন কোড ভঙ্গ করেছেন। বিশেষ করে বুকির সঙ্গে যোগাযোগ রাখা এবং বিষয়টি কর্তৃপক্ষকে না জানানোর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

তদন্তে আরও উঠে এসেছে, ডিপিএলের সময় সাব্বিরের একটি বিদেশি নম্বরে নিয়মিত যোগাযোগ ছিল, যা কোনো আন্তর্জাতিক বুকির সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করছে আকু। তারা আশঙ্কা করছে, আন্তর্জাতিক কোনো সিন্ডিকেটও এই ঘটনায় জড়িত থাকতে পারে।

আকু তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে—
‘ঘটনার প্রমাণ অনুযায়ী অন্তত ৫ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করছি। তবে ৮-১০ বছর বা তারও বেশি নিষেধাজ্ঞার সুযোগ রাখা যেতে পারে, যাতে অপরাধের গুরুত্ব স্পষ্ট হয় এবং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে।’

প্রতিবেদনে সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের ৮ বছরের নিষেধাজ্ঞার উদাহরণও টেনে আনা হয়েছে। এছাড়া ডিপিএলের মতো টুর্নামেন্টে ড্রেসিংরুমসহ সব জায়গায় নিরাপত্তা আরও জোরদার করার সুপারিশ করেছে আকু।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *