বন্ধ হওয়ার আশংকায় বাংলাদেশ ভারতের ৬ অক্টোবরের টি-টুয়েন্টি ম্যাচ

বন্ধ হওয়ার আশংকায় বাংলাদেশ ভারতের ৬ অক্টোবরের টি-টুয়েন্টি ম্যাচ

বাংলাদেশ ম্যাচের বিরোধিতা করে ধর্মঘটের ডাক গোয়ালিয়রে হিন্দু মহাসভার

৬ অক্টোবর ভারতের গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল,সিরিজের সূচি ঘোষণার পরই কানপুর টেস্ট নিয়ে হুমকিও দিয়ে আসছিল ভারতের হিন্দুত্ববাদী সংগঠনটি।ম্যাচের দিন তারা স্টেডিয়ামের সামনের রাস্তায় অবস্থান নেওয়ার হুমকি দিয়েছে। 

যে কারণে ৬ অক্টোবর গোয়ালিয়রে বনধ বা ধর্মঘট ডেকেছে তারা। গত ৫ আগস্ট শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে পড়ে দেশ ছেড়ে ভারতে যান। শেখ হাসিনা দেশত্যাগের পর বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন-হামলা হয়েছে এমন দাবি তুলেছে গোয়ালিয়রের হিন্দু মহাসভার নেতারা।দলটির সহ-সভাপতি জয়ভীর ভরৎদ্দাস দাবি করেছেন, বাংলাদেশের হিন্দুদের ওপর ‘সন্ত্রাসী’ হামলা করা হয়েছে। যে কারণে বাংলাদেশ সঙ্গে ভারতের ক্রিকেট খেলার অধিকার নেই। ধর্মঘট পালন করা হলেও নিত্য প্রয়োজনের ওপর কোন নিষেধাজ্ঞা থাকবে না বলে জানানো হয়েছে।

এরই মধ্যে কানপুর টেস্ট ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।কানপুরের এসিপি হারিশ চন্দর জানিয়েছেন, ম্যাচ ঘিরে তারা এরই মধ্যে পূর্ণ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছেন।তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা ব্যবস্থা পুনরায় খতিয়ে দেখছি, নিরাপত্তার বিষয়ে আমরা কোন ছাড় দেব না। সেজন্য আমরা প্রয়োজনীয় পুলিশবাহিনী পাবো বলেও আত্মবিশ্বাসী।’ তারা ইন্ট্রিলিজেন্স ব্যুরো, স্টেট ইন্টিলিজেন্সসহ সকলের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সামলাবেন বলেও জানিয়েছেন।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *