গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় বিশাল বিক্ষোভ, টাইমস অব ইসরায়েলের নজরে বাংলাদেশ
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের নিষ্ঠুর হামলার প্রতিবাদে আজ শনিবার (১২ এপ্রিল) ঢাকায় বড় ধরনের বিক্ষোভ করেছে বাংলাদেশিরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অনুষ্ঠিত এই র্যালিতে অংশ নেন সব ধর্ম-বর্ণের প্রায় এক লাখ মানুষ।
বিক্ষোভের খবর তুলে ধরেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা এপি (Associated Press), যার ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
এপি শিরোনামে জানায়, “বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের র্যালি”। তবে টাইমস অব ইসরায়েল একই প্রতিবেদনকে শিরোনাম দিয়েছে ভিন্নভাবে: “বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি”—যেখানে প্রতিবাদকারীদের ইসরায়েলবিরোধী প্রতীকী কর্মকাণ্ডকে আলাদাভাবে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার সোহরাওয়ার্দী পার্কে জড়ো হওয়া হাজারো মানুষ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন, ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা। অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, কেউ কেউ সঙ্গে এনেছিলেন প্রতীকী কফিন ও আহত বেসামরিক নাগরিকদের প্রতীকী পুত্তলি।
এছাড়া, প্রতিবাদকারীদের একটি অংশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পিটিয়ে তাদের ইসরায়েলি আগ্রাসনের মদদদাতা হিসেবে অভিযুক্ত করেন।
এপি-র প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই বিক্ষোভে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেছে।
প্রতিবেদন শেষে এপি জানায়, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যার জনসংখ্যা প্রায় ১৭ কোটি। দেশটির ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে।