বাংলাদেশি ব্যাটারদের জাচ্ছেতা পারফরম্যান্স দেখে রেগে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সালাউদ্দিন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরুর আগের দিন আত্মবিশ্বাসী ভঙ্গিতে বাংলাদেশ অধিনায়ক ঘোষণা দিয়েছিলেন—আজ থেকে শুরু নতুন ক্রিকেটের পথচলা। কিন্তু সেই প্রতিশ্রুতি প্রথম দিনেই ভেস্তে গেল সিলেট টেস্টে। ব্যাটিংয়ে নেমে মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস।

মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজদের ব্যাটিং ছিল ছন্নছাড়া, পরিকল্পনাহীন। নতুন শুরুর আশা নিয়ে মাঠে নামা দল এমন বাজে পারফরম্যান্স উপহার দেওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ সমর্থকরা।

দিনশেষে সংবাদ সম্মেলনে এসে দলের ব্যর্থতার পেছনে কৌশলগত ভুলের কথা স্বীকার করেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন,
“উইকেটকে দোষ দিয়ে লাভ নেই। জিম্বাবুয়ে ভালো ব্যাটিং করেছে। আমাদের ব্যাটিং ইনিংসে ট্যাকটিক্যাল কিছু ভুল ছিল। ব্যাটারদের দেখে খুব একটা অস্বস্তিতে মনে হয়নি, কিন্তু তারা সেটা কাজে লাগাতে পারেনি। কিছু ভুল হয়েছে, সেটা খেলোয়াড়রাই ভালো বলতে পারবে।”

শুধু কৌশলগত ব্যর্থতা নয়, মানসিক প্রস্তুতির অভাবও স্পষ্ট বলে মনে করেন সালাউদ্দিন।
“আমার মনে হয় আমরা ট্যাকটিক্যাল কিছু ভুল করেছি, সঙ্গে মানসিকভাবেও পিছিয়ে ছিলাম। হঠাৎ করেই কোনো শট খেলে বসছি, যেটা পুরোপুরি মানসিক। এই জায়গাগুলো দ্রুত ঠিক করতে হবে।”

তিনি আরও যোগ করেন,
“প্রতিপক্ষ বারবার একইভাবে আমাদের উইকেট নিচ্ছে, অথচ আমরা সেই ভুলগুলো বুঝতে পারছি না। এটা শুধু অন্য ফরম্যাট নয়, টেস্ট ক্রিকেটে তো আরও গুরুত্বপূর্ণ। এখানে ট্যাকটিক্যাল দিকটা বেশি প্রভাব ফেলে। সিক্সথ স্টাম্পের ওপর বল ছিল, সেটা আমরা ঠিকঠাক সামলাতে পারিনি। এটা এখনই সংশোধনের চেষ্টা করতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *