বাংলাদেশের একের পর এক ক্যাচ মিস,ইনজুরিতে মাঠের বাইরে মিরাজ

বাংলাদেশের একের পর এক ক্যাচ মিস,ইনজুরিতে মাঠের বাইরে মিরাজ

ডানদিকে ঠিক সময়ে ঝাঁপ দিলেও ক্যাচ ধরতে ব্যর্থ হয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের ইনিংসের ষষ্ঠ ওভারে নাহিদ রানারের বোলের সময় পল স্টার্লিং ব্যাকফুটে খেলতে গেলে মিরাজ ডান দিকে ঝাঁপিয়ে হাত বাড়ালেও বলটি ধরতে পারেননি। হাত থেকে রক্ত ঝরতে থাকায় ফিজিও দ্রুত মাঠে এসে তাঁকে সহায়তা দেন এবং মিরাজকে মাঠ ছাড়তে হয়।

এর আগে ইনিংসের চতুর্থ ওভারে একইভাবে ক্যাচ ফসকে দিয়েছে স্পিনার তাইজুল ইসলাম। হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরের বলে ক্যাড কারমাইকেল লেগে খেলতে গেলে ডিপ মিডউইকেটে থাকা তাইজুল বলটি ধরতে পারেননি। ডান হাতে ব্যথা পেয়ে তখনই তিনি মাঠ ছাড়েন। বদলি হিসেবে জাকের আলী অনিক নামলেও পরে কিছুক্ষণ পর তাইজুল আবার মাঠে ফিরেন।

মিরাজ ও তাইজুল ছাড়াও ক্যাচ ফসকিয়েছেন সাদমান ইসলাম। ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে দ্বিতীয় স্লিপে পল স্টার্লিংকে ধরতে গিয়ে ফসকান তিনি। প্রথম উইকেটে ১০ রানে প্রথম জীবন পান স্টার্লিং। মিরাজের হাত থেকেও তিনি আবার বাঁচেন একই স্কোরে। এছাড়া কারমাইকেলও ১০ রানে জীবন পান তাইজুলের সৌজন্যে।

এর আগে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নি টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তবে শুরুতেই তার দল ধাক্কা খায়। ইনিংসের চতুর্থ বলেই হাসান মাহমুদ দারুণ ইনসুইংগারে স্টার্লিংকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আয়ারল্যান্ড রিভিউ নিলেও তা ব্যর্থ হয় এবং একটি দলীয় রিভিউও নষ্ট হয়।

বাংলাদেশের ফিল্ডিংয়ে পিচ্ছিল পরিস্থিতিতে আয়ারল্যান্ড ২০ ওভারে ১ উইকেটে ৭৪ রান সংগ্রহ করেছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *