সিলেটের লাক্কাতুরা চা বাগানের মাঠে শুরু হয়েছে বাংলাদেশের ব্যাটিং পর্ব। দিনের প্রথম সেশনে আয়ারল্যান্ডকে বেশি সময় ব্যাট করতে দেয়নি টাইগাররা। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার – সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় – ভুলচুক ছাড়াই লাঞ্চ পর্যন্ত খেলে ফিফটি পূর্ণ করেছেন।
মধ্যাহ্ন বিরতির আগে ২৪ ওভারে বাংলাদেশ ৪.৫৪ রানে ওভার প্রতি গড়ে ১০৯ রান তুলে কোনো উইকেট হারায়নি। জয় ৫০ ও সাদমান ৫৮ রানে অপরাজিত। প্রথম ইনিংসে সফরকারী আয়ারল্যান্ডের থেকে বাংলাদেশ এখনো ১৭৭ রানে পিছিয়ে।
আগের দিন আইরিশরা ২৮৬ রান করে ৮ উইকেটে দিন শেষ করেছিল। সকালে আরও ১৬ রান যোগ করেছিল। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম সেশনে শক্তিশালী দৃষ্টান্ত দেখিয়েছে এবং ম্যাচে ফিরে আসার আভাস দিয়েছে।

