বাংলাদেশের ব্যাটিং ঝড়: দুই ফিফটিতে শতরান পার করে লাঞ্চে

বাংলাদেশের ব্যাটিং ঝড়: দুই ফিফটিতে শতরান পার করে লাঞ্চে

সিলেটের লাক্কাতুরা চা বাগানের মাঠে শুরু হয়েছে বাংলাদেশের ব্যাটিং পর্ব। দিনের প্রথম সেশনে আয়ারল্যান্ডকে বেশি সময় ব্যাট করতে দেয়নি টাইগাররা। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার – সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় – ভুলচুক ছাড়াই লাঞ্চ পর্যন্ত খেলে ফিফটি পূর্ণ করেছেন।

মধ্যাহ্ন বিরতির আগে ২৪ ওভারে বাংলাদেশ ৪.৫৪ রানে ওভার প্রতি গড়ে ১০৯ রান তুলে কোনো উইকেট হারায়নি। জয় ৫০ ও সাদমান ৫৮ রানে অপরাজিত। প্রথম ইনিংসে সফরকারী আয়ারল্যান্ডের থেকে বাংলাদেশ এখনো ১৭৭ রানে পিছিয়ে।

আগের দিন আইরিশরা ২৮৬ রান করে ৮ উইকেটে দিন শেষ করেছিল। সকালে আরও ১৬ রান যোগ করেছিল। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম সেশনে শক্তিশালী দৃষ্টান্ত দেখিয়েছে এবং ম্যাচে ফিরে আসার আভাস দিয়েছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *