ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ, তার আগে ওয়ানডেতেও আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ—টানা ব্যর্থতায় তোপের মুখে ছিল বাংলাদেশ দল। সেই সমালোচনার বড় অংশই গিয়েছিল দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দিকে। অবশেষে সেই সালাউদ্দিন দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর বাংলাদেশ দলের সঙ্গে আর থাকছেন না তিনি। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সালাউদ্দিন ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গত বছরের ৫ নভেম্বর বিসিবির সঙ্গে যুক্ত হয়েছিলেন দেশের অন্যতম সফল এই কোচ। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে এক বছর পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ছেন তিনি।
ক্রিকবাজকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সালাউদ্দিন বলেছেন, “হ্যাঁ, আমি পদত্যাগ করছি।” তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ডেভিড হেম্পকে বিদায় দেওয়ার পর সালাউদ্দিনই দলের ব্যাটিং ইউনিটের দায়িত্বে ছিলেন। কিন্তু দলের সাম্প্রতিক ব্যর্থতার পর থেকে তিনি সমালোচনার মুখে পড়েন।
এ অবস্থায় বিসিবি আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
আয়ারল্যান্ড দল আগামী ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে। সফরে তারা দুটি টেস্ট ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম টেস্টটি হবে সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর, দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর। এরপর চট্টগ্রামে হবে টি–টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো—২৭ ও ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচ ২ ডিসেম্বর।

