শিরোনাম :
বাংলাদেশে ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে খেলা নিয়ে মুখখুললেন সাকিব আল হাসান পিএসএলের ৯ বছরের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লেন রিশাদ হোসেন পিএসএলে বিগত ৯ বছর পর এক বিরল কীর্তি করলেন রিশাদ দেশের পর এবার যুক্তরাষ্ট্রেও চমক দেখাল শাকিবের বরবাদ জিম্বাবুয়ে সিরিজের আগে নতুন কোচ নিল বাংলাদেশ বিসিবিতে মুজিব শতবর্ষে যে দুর্নীতির আলামত পেয়েছে দুদক ড্রোন শোতে ওয়াসিমের ছবি না থাকার কারন জানালেন ফারুকী অধিনায়কত্ব ফিরেই ভেলকি দেখালেন ধোনি কলকাতা যে বাসা এখন আওয়ামী লীগের ‘সদর দপ্তরে’ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস একনজরে দেখে নিন উন্ড রবিন লিগের খেলা শেষে, সুপার লিগ খেলবে যে ৬ দল যে কারনে বিসিবি ৪ ম্যাচ নিষিদ্ধ করল হৃদয়কে যে দাবিতে কুয়েটে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা সামিটে দেড় কোটি খরচে, যত বিনিয়োগ এসেছে জানালেন আশিক ৬,৬,৬,৬,৪,৪,৪,৪ ডিপিএলে সাব্বিরের ব্যাটিং ঝড় টিউলিপের বিরুদ্ধে আজ যে বড় ধরনের সিদ্ধান্ত হতে পারে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে চাপ দিলেন ট্রাম্প বাংলাদেশিদের বিক্ষোভ প্রদর্শনের খবর ইসরায়েলি গণমাধ্যমে নিষিদ্ধ হলেন তাওহীদ হৃদয়, জরিমানা গুনতে হল এবাদতকে ইসরাইলে প্রবেশ করতে পারে তুরস্কের সেনাবাহিনী

বাংলাদেশ সিরিজের প্রস্তুতি নিতে বিপিএলে ক্যাম্ফার

মাহমুদুল হাসান / ৭২ বার দেখা হয়েছে
প্রকাশকাল: শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

চলতি বছরের ডিসেম্বরে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড। ওই সিরিজে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। বাংলাদেশ ছাড়াও আগামী গ্রীষ্মে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দলের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বেছে নিয়েছেন আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার।

চলতি বিপিএলে রংপুর রাইডার্সে আছেন ক্যাম্ফার। যদিও এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে এটি নিয়ে খুব একটা ভাবছেন না ক্যাম্ফার। জানালেন, টিমের ডাগআউটে বিশ্ব মানের যে পরিবেশ পাওয়া যায় সেটি ভালোভাবে প্রস্তুতি নিতে সহায়তা করবে।

বিপিএল চলাকালেই বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের মুখোমুখি হয়েছেন কার্টিস ক্যাম্ফার। বিপিএল ও বছরের শেষ দিকে বাংলাদেশ সিরিজ নিয়েও কথা বললেন।

রংপুরের একাদশে সুযোগ না পাওয়া নিয়ে বলেন, ‘যখন ভালো দলে সুযোগ হয়, তখন এমনটা হতে পারে (একাদশে সুযোগ না পাওয়া)। যখন খেলোয়াড়রা ভালো খেলছে এবং দলের ভারসাম্য ঠিক আছে, তখন সুযোগ পাওয়া কঠিন।’

আরও বলেন, ‘আশা করি, আমি ম্যাচ খেলার সুযোগ পাবো। এখানে খেলার ভালো অভিজ্ঞতা আছে আমার। এখানকার পরিবেশ সত্যিই খুব ভালো যা আমি খুব উপভোগ করছি ও কঠোর পরিশ্রম করে নিজের খেলার প্রস্তুতি নিচ্ছি। যাতে আমি গ্রীষ্মে আন্তর্জাতিক অঙ্গনে খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে আমাদের টেস্ট ম্যাচ আছে। আমি নিশ্চিত এটি আমাকে ভালোভাবে প্রস্তুত হবে সহায়তা করবে।’

ডিসেম্বরে বাংলাদেশ সফরে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে মনে করেন ক্যাম্ফার। তবে বাংলাদেশের মত দলকে হারাতে নিজের সেরাটা দেওয়ার ওপর জোর দিচ্ছেন ক্যাম্ফার।

আইরিশ এই অলরাউন্ডার বলেন, ‘বাংলাদেশ এখন খুব ভালো দল এবং তাদের ভালো সাফল্যও আছে। আমি মনে করি সত্যিই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে। বাংলাদেশ এখন শীর্ষ পর্যায়ের ক্রিকেট খেলছে। বছরের শেষের দিকে এখানে আসবো এবং বাংলাদেশের বিপক্ষে ভালো টেস্ট ম্যাচ হবে। তাদের বেশ কিছু ভালো মানের পেসার ও স্পিনার আছে যারা কিনা এই কন্ডিশনে বড় ভূমিকা রাখবে এবং তাদের বিপজ্জনক ব্যাটারও আছে। সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমি মনে করি আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে, নয়তো সিরিজটি একপেশে হবে।’

বিপিএলের মান নিয়ে প্রশংসা করে ক্যাম্ফার জানান, ‘ঢাকার উইকেট টুর্নামেন্টের আলাদা ধরণ তৈরি করেছে। ঢাকার উইকেট শক্ত এবং ভালো বাউন্স করেছে এবং অনেক রানও হয়েছে। সিলেট ও চট্টগ্রামেও একই উইকেট হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার মতে, এটি একটি চমকপ্রদ টুর্নামেন্ট। এখন আমার সামনে বড় সুযোগ আসছে, আশা করি পুরো টুর্নামেন্টেই আমি খেলতে পারবো। অনেক বিদেশি ক্রিকেটার এখানে এসেছে এবং এটি আরও ভাল হবে। কিছু বোলার এখন ৯০ মাইল গতিতে বোলিং করছে এবং বেশিরভাগ দলেই মানসম্পন্ন স্পিনার রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *