বিএনপির দুই পক্ষের কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

বিএনপির দুই পক্ষের কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

সাতক্ষীরা শ্যামনগরে একই স্থানে স্থানীয় বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘোষণা করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমাবেশস্থানসহ আশপাশের এলাকা এই নির্দেশনার আওতায় থাকবে।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেল ৫টার দিকে শ্যামনগর সদরের এমএম প্লাজার পাশে কৃষক দলের কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আনন্দ মিছিলের সঙ্গে সমাবেশের ঘোষণা দেয় বিএনপির একাংশ। অপরদিকে, দলটির আরেক অংশ একই সময়ে ওই স্থানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালা ও লিফলেট বিতরণের প্রস্তুতি নেয়। কিন্তু পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় কোনো পক্ষকেই কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। উভয় পক্ষ একই স্থানে ও একই সময়ে কর্মসূচি ঘোষণা করলে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়। এই কারণে শ্যামনগর পৌরসভা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন ১৪৪ ধারা জারি করেন।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি রাতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা বিএনপির ৪৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এর পর শ্যামনগর পৌরসভা বিএনপির ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। এরপর থেকে শ্যামনগরে কমিটির পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ হতে থাকে। কমিটি গঠন নিয়ে কয়েকদিন ধরে শ্যামনগর উপজেলায় উত্তেজনা বিরাজ করছিল।

এদিকে, মঙ্গলবার শ্যামনগর উপজেলার পূর্ববর্তী ও নতুন ঘোষিত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম। এরপর বুধবার শান্তি সমাবেশের ঘোষণা দেয় সোলাইমান কবিরের গ্রুপ, আর রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মশালা ও লিফলেট বিতরণের ঘোষণা দেয় সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের গ্রুপ। এই কর্মসূচি ঘিরে পৌর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *