জিম আফ্র টি১০ লিগের প্রথম দুই ম্যাচে এনামুল হক বিজয় ব্যর্থ হলেও জ্বলে উঠলেন তৃতীয় ম্যাচে। মাত্র ৬ বল ব্যাটিং করে ৩ ছক্কা ও ১ চারে করেছেন ২২ রান। হারের বোল্টসের ২য় ওভারে ব্যাটিংয়ে নেমে আরিনেস্তো ভেজাহর শেষ চার বোলে হাকান ৩ ছক্কা ও ১ চার। পরের ওভারেই নিজের উইকেট বিলিয়ে দিয়ে সাঝ ঘরে ফেরেন এনামুল হক বিজয়।
parvezayankhan@gmail.com