বিদায়বেলা সাকিবকে বড় উপহার দিলেন বিরাট

বিদায়বেলা সাকিবকে বড় উপহার দিলেন বিরাট

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বাংলাদেশের বড় পোস্টারবয় সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে ফেলেছেন ফরম্যাটটিতে নিজের শেষ ম্যাচ। এবার সম্ভবত ভারতের কানপুরে তার শেষ টেস্টও খেলা হয়ে গেছে। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্টোবরে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চাইলেও, সেটি অনেক জটিলতায় আবদ্ধ। তবে এতটুকু নিশ্চিত যে টেস্টে বিরাট কোহলি ও সাকিবের শেষ দেখা হয়ে গেল!

ফরম্যাটটিতে দুজনের রোমাঞ্চকর দ্বৈরথ শেষে টাইগার অলরাউন্ডারকে স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন কোহলি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দুই দলের ক্রিকেটার জটলা পাকিয়ে দাঁড়ান বাউন্ডারি লাইনের কাছে। তখনও ব্যাট হাতে ছুটছেন কোহলি, পরে দেখা যায় সেটি তিনি এনেছেন সাকিবের জন্য। পরে নিজের সাইন করা ব্যাটটি বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে তুলে দেন। বন্ধুর মতো কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন ভারতীয় মাস্টার ব্লাস্টার। হয়তো ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন সাকিবকে, বাংলাদেশি তারকাও সহাস্যে তার জবাব দেন।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *