জাতীয় দলের সাদা বলের নিয়মিত পেসার নাসুম আহমেদ বর্তমানে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বল হাতে চমক দেখিয়েছেন তিনি। বিশেষ করে উইকেটে যদি স্পিনারদের জন্য কিছুটা সাহায্য থাকে, নাসুম হয়ে যান ভয়ঙ্কর। উইকেটের সুযোগ কাজে লাগিয়ে একের পর এক উইকেট শিকার করতে পটু এই পেসার।
নাসুমকে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলেও দেখা যেতে পারে। অনুশীলনের ফাঁকে বিডিক্রিকটাইমকে তিনি জানান, আসন্ন বিপিএলে তিনি বিশেষভাবে মুশফিকুর রহিমের উইকেট নিতে চান, যদিও নিশ্চিত নন যে মুশফিক খেলে কিনা।
মুশফিক কেন স্পেশাল—এই প্রশ্নের উত্তরে নাসুম বলেন,
“আমার মনে হয় বাংলাদেশের সেরা ব্যাটার উনি। আমি যখনই উনার বিপক্ষে বল করি, উনার সঙ্গে কথা বলি। উনি বলে দেন কোনটা কীভাবে করলে ভালো। এতে অনেক কিছু শেখা যায়।”
এছাড়া কন্যা সন্তানের বাবা হওয়া প্রসঙ্গে নাসুম জানান,
“আমি ঘরে গিয়ে মেয়েকে দেখি। ২০২০ সালে আমার মা মারা গেছেন। গত ২০ মাস ধরে ঘরে গিয়ে মা বলে ডাক দিই, যা মা মারা যাওয়ার পর প্রথম কয়েক বছর করতে পারিনি।”
নাসুমের এই ব্যক্তিগত ও পেশাগত উভয় দিকই ফ্যানদের কাছে আরও প্রিয় করে তুলেছে এই তরুণ পেসারকে।

