বিপিএল এর প্রাইজমানিতে আসলো পরিবরতন,চ্যাম্পিয়নদের দিবে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানি

বিপিএল এর প্রাইজমানিতে আসলো পরিবরতন,চ্যাম্পিয়নদের দিবে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানি

ফ্র্যাঞ্চাইজিদের মাঠের বাইরের নানা অনিয়ম এবং পারিশ্রমিক ইস্যু নিয়ে বিতর্কিত এবারের বিপিএল চললেও, শেষ পর্যন্ত এসেছে একটি সুসংবাদ। বিসিবি এবার বিপিএল চ্যাম্পিয়নদের জন্য ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানি ঘোষণা করেছে।

এ বছর শিরোপা জয়ী দল পাবে আড়াই কোটি টাকা, যা আগে ছিল ২ কোটি টাকা। রানার আপ দল গত মৌসুমে পেয়েছিল ১ কোটি টাকা, এবার তা বেড়ে দেড় কোটি টাকা করা হয়েছে। অর্থাৎ, ফাইনালে ওঠা দুই দলের জন্য প্রাইজমানি বৃদ্ধি পেয়ে অর্ধকোটি বা ৫০ লাখ টাকা বেড়েছে।

এছাড়া, প্লে-অফে ওঠা বাকি দুটি দলকেও প্রাইজমানি দেয়া হবে, যা আগে ছিল না। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলোর জন্য এবার অর্থ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় স্থানে থাকা দল পাবে ৬০ লাখ টাকা, অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে যারা ফাইনালে উঠতে ব্যর্থ হবে। আর এলিমিনেটর ম্যাচে হেরে চতুর্থ স্থানে থাকা দল পাবে ৪০ লাখ টাকা। এর মানে, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দলগুলোর জন্য এক কোটি টাকা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

বিপিএলের লিগ পর্বে এখনও ছয়টি ম্যাচ বাকি। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। শেষ চারের দৌড়ে আছে চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস।

প্লে-অফের লড়াই শুরু হবে ৩ ফেব্রুয়ারি, এদিন এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার, আর শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *