ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একই সময়ে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল)। এই সময়সূচি সংঘর্ষের কারণে এবারের বিপিএলে খেলবেন না বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বরং তিনি খেলবেন বিগ ব্যাশে, আর জানালেন কেন নিজের দেশের লিগ ছেড়ে বিদেশের মঞ্চ বেছে নিয়েছেন।
গত আসরেও হোবার্ট হারিকেন্স দলে জায়গা পেয়েছিলেন রিশাদ, যদিও সে সময় মাঠে নামার সুযোগ পাননি। বিপিএলে খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে, কিন্তু দলের কম্বিনেশনের কারণে ম্যাচ খেলার সুযোগ ছিল সীমিত। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট আবারও তাকে দলে টেনেছে, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও দিয়েছে পুরো মৌসুমের জন্য এনওসি।
রিশাদ বলেন, “একজন লেগ স্পিনার হিসেবে বিদেশের লিগগুলো খেলা আমার উন্নতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। বোলিং, মানসিকতা—সব দিক থেকে নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার সুযোগ থাকবে। সবাই বলেছে এটা অনেক বড় টুর্নামেন্ট, এখানে বড় বড় খেলোয়াড়রা খেলে। তাই ভেবেছি, এটা আমার ক্যারিয়ারের জন্য সঠিক সিদ্ধান্ত। আল্লাহর অশেষ কৃপা, সুযোগ পেয়েছি—আলহামদুলিল্লাহ।”
বিগ ব্যাশ না বিপিএল—এই সিদ্ধান্ত নিতে কার সঙ্গে পরামর্শ করেছেন জানতে চাইলে রিশাদ জানান, “আসলে কাউকে জিজ্ঞেস করিনি। নিজেকেই প্রশ্ন করেছি, সামনে এগোতে হলে কী করা উচিত। বুঝেছি, বড় লিগে খেলতে পারলে সেটাই হবে সবচেয়ে বড় অভিজ্ঞতা। বিশ্বের সেরা মাঠগুলোতে খেলার সুযোগ মিলবে—যা আমার অনেক দিনের স্বপ্ন।”
রিশাদের দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। তিনিই প্রথম রিশাদের প্রশংসা করেছিলেন, পরে অ্যারন ফিঞ্চও তার প্রশংসায় মুখর হন। এসব বিষয়ও রিশাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।
তিনি বলেন, “অবশ্যই, এত বড় বড় খেলোয়াড় যখন আমার সম্পর্কে ভালো কথা বলে, সেটা প্রেরণা দেয়। চেষ্টা করব তাদের বিশ্বাসের মর্যাদা রাখতে এবং নিজের পারফরম্যান্স দিয়ে আরও ভালো করতে।”