আগামী বিপিএল শুরুর আগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ সময়ে কিছু সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এখন বলা হচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ পুরোপুরি প্রমাণিত হয়নি, তারা বিপিএলে অংশ নিতে পারবেন। তবে অভিযুক্ত কোচ ও কর্মকর্তারা টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হতে পারবেন না।
গত আসরের বিপিএল নিয়ে নানা বিতর্কের পর বিসিবি তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। প্রায় তিন হাজার পৃষ্ঠার প্রতিবেদনের ভিত্তিতে কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। প্রথমে বোর্ড জানিয়েছিল, অভিযুক্ত ক্রিকেটারদের খেলতে দেওয়া হবে না। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তে বলা হয়েছে, প্রমাণ না হওয়া পর্যন্ত তারা অংশ নিতে পারবেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, “যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ও প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বিপিএলের আগে। আমরা চাই এই বিপিএল হোক সম্পূর্ণ স্বচ্ছ।”
যদি সব কিছু ঠিক থাকে, ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএল, যা শেষ হবে ১৬ জানুয়ারি ২০২৬-এ। ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। আগামী পাঁচ মৌসুমে পাঁচটি দল অংশ নেবে—রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স।

