মিরপুর টেস্ট শুরু হওয়ার আগেই এই ম্যাচটি হয়ে উঠেছিল মুশফিকুর রহিমের শততম টেস্ট। এবং সেই ম্যাচেই সাবেক অধিনায়কের কীর্তি আলোড়ন তুলল। প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ফিফটি—মুশফিকের পারফরম্যান্স একেবারেই স্মরণীয় হয়ে রইল।
দিনের শুরুতে নাজমুল হোসেন শান্ত আউট হলে মুশফিক ব্যাট করতে আসেন। ১৭ রানে একটি ক্যাচ দিয়েছিলেন, তবে অভিষিক্ত কারমাইকেল সেটি ধরে রাখতে পারেননি। এরপর মুশফিক শান্তভাবে খেলা চালিয়ে যান। মধ্যাহ্ন বিরতির সময় ফিফটির কাছাকাছি ছিলেন, বিরতির পর দ্রুত পূর্ণ করেন।
প্রথম টেস্টে মাত্র ২৩ রানে আউট হওয়া মুশফিক এই শততম ম্যাচে নিজের ক্লাস দেখালেন। শততম টেস্টে সেঞ্চুরি ও ফিফটি একসাথে করা একজন ব্যাটার হিসেবে তিনি একাই ইতিহাসে নাম লিখালেন। এর আগে এমন রেকর্ড কেবল রিকি পন্টিংয়েরই ছিল।
এ পর্যন্ত মাত্র ১১ জন ব্যাটার শততম টেস্টে সেঞ্চুরি করেছেন, কিন্তু মুশফিকের মতো একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করার কেউ পারেননি। তাই তার এই অর্জন ক্রিকেট ইতিহাসে এক বিরল কীর্তি হিসেবে চিহ্নিত হলো।

