বিসিবিতে নতুন দায়িত্ব বণ্টন: কার হাতে কোন দায়িত্ব

বিসিবিতে নতুন দায়িত্ব বণ্টন: কার হাতে কোন দায়িত্ব

করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বিসিবির পরিচালক হওয়ার পর প্রথমদিকে কোনো বিভাগ পাননি। তবে ৩ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের আনুষ্ঠানিক নিয়োগের পর ১৫ দিন পেরোতেই তাকে দায়িত্ব দেওয়া হলো নারী ক্রিকেট বিভাগের প্রধান হিসেবে।

এর আগে এই বিভাগের দায়িত্ব সামলাচ্ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক আব্দুর রাজ্জাক। নতুন ব্যবস্থায় তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন।

এমন সময়ে রুবাবা দৌলা দায়িত্ব পেলেন, যখন নারী ক্রিকেটে যৌন নিপীড়ন, দল নির্বাচনে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগে অস্থিরতা চলছে। ফলে সামনে বড় চ্যালেঞ্জ নিয়েই কাজ শুরু করতে হবে তাকে।

অন্যদিকে আব্দুর রাজ্জাককে দেওয়া হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব—হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান পদ। এ পদে আগের দায়িত্বপ্রাপ্ত খালেদ মাসুদকে পাঠানো হয়েছে গ্রাউন্ডস বিভাগে।

গ্রাউন্ডস বিভাগের দায়িত্ব আগে পালন করতেন আমিনুল ইসলাম বুলবুল। নতুন পরিবর্তনের পর বিসিবি সভাপতি আমিনুল নিজের দায়িত্ব কিছুটা হালকা করেছেন।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *