বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।
দীর্ঘ ৩০ বছর ধরে বিসিবির বিভিন্ন দায়িত্বে থাকা আনাম বুধবার (২০ আগস্ট) রাতে সাংবাদিকদের জানান, অনেক দিন ধরেই নির্বাচন থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন। তার ভাষায়, “বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতির জন্য নিজেকে উপযুক্ত মনে করি না। আমি শান্তিপূর্ণ ও ঝামেলাহীন জীবন চাই।”
এ ঘোষণার পর বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ছড়ানো নেতিবাচক প্রচারণায় ব্যথিত হয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরে।