বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ সাকিব, মাঠে ফিরছেন যেদিন

বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ সাকিব, মাঠে ফিরছেন যেদিন

মধ্যরাত পেরিয়ে যাবার খানিক পরেই এলো সুখবর। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তখন পবিত্র রমজান মাসের সাহরির প্রস্তুতি নিচ্ছেন কিংবা সাহরির মাঝপথে। সেই মধ্যরাতেই ইংল্যান্ড থেকে ভেসে এলো খবরটা। দীর্ঘদিনের বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা সাকিবের বোলিং নিয়ে সমস্যা ধরা পড়েছিল গেল বছরের মাঝামাঝি সময়ে। সেই নিষেধাজ্ঞা থেকে আজ মুক্তি পেলেন সাকিব।

তবে এবারে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ফের সাকিব খেলার সুযোগ পাচ্ছেন কি না সেটাও দেখার বিষয়। তবে এবার তাকে ফ্রাঞ্চাইজি লিগে মাঠে নামতে দেখা যাবে। বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই নেমে আসে নিষেধাজ্ঞা। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময়ে ত্রুটি ধরা পড়ে তার বোলিংয়ে। সেই ত্রুটি সারাতে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে।

লম্বা সময় পর তার সুফলও পেয়েছেন সাকিব। তার টি-টেন লিগের দল বাংলা টাইগার্স এবং ইংল্যান্ডে থাকা বন্ধু খাদেমুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে ইংল্যান্ডেই অবস্থান করছেন সাকিব আল হাসান।

এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে বাঁধা থাকছে না সাকিবের। এমন অবস্থায় আবারও অলরাউন্ডার হিসেবে সব ধরণের ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। তবে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ফের বোলিংয়ে সমস্যা দেখা দিলে আইসিসির নিয়মে ১ বছরের জন্য নিষিদ্ধ হবেন তিনি।

উল্লেখ্য, গেল বছরের সেপ্টেম্বরে পাকিস্তান সফর থেকে দেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সেখানে দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। আর কাউন্টি চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচেই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

এরপর প্রথমে বার্মিংহ্যামের লাফবরো ইউনিরভার্সিটির ল্যাবে পরীক্ষা দিয়ে ব্যর্থ হন সাকিব। পরে ভারতে ২১ ডিসেম্বর চেন্নাইয়ের শ্রী রমাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে দেয়া পরীক্ষাতেও পাশ করতে পারেননি সাকিব। যে কারণে আগের মতোই নিষিদ্ধ থাকতে হয় সাকিবকে।

এদিকে বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় সাকিব মিস করে গিয়েছেন দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগটাও। কেবল ব্যাটার সাকিবকে বিবেচনায় রাখতে চায়নি টিম ম্যানেজমেন্ট। তবে এবারে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে ফের সাকিব খেলার সুযোগ পাচ্ছেন কি না সেটাও দেখার বিষয়।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *