বোলিং ব্যাটিং না করেই যেভাবে ম্যাচসেরা হলেন লুক উড

বোলিং ব্যাটিং না করেই যেভাবে ম্যাচসেরা হলেন লুক উড

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে একটি বিরল কীর্তি গড়েছেন লুক উড। আজম খানকে সুপার সাব হিসেবে মাঠে নিয়ে আবুধাবী নাইট রাইডার্সের বিপক্ষে এই ইংলিশ পেসার ম্যাচসেরা হয়েছেন, যদিও বোলিংয়ে কোনো উইকেট নিতে পারেননি।

ব্যাটিংয়ের সুযোগ ছিল না তার, কারণ তিনি একজন বিশেষজ্ঞ পেসার। বোলিংয়ে দিনটি তার জন্য ভালো না গেলেও, ফিল্ডিংয়ে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেন তিনি।

ডেজার্ট দলের শুরুতে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। আজম খান ৯ বলে ২১ রান করেন, এরপর তাকে আর মাঠে নামানো হয়নি। তার বদলে সুপার সাব হিসেবে উড বোলিংয়ে নামেন এবং ২ ওভার বোলিং করে ২১ রান খরচ করেন, তবে উইকেট পাননি।

তবে, ফিল্ডিংয়ে তিনি অসাধারণ কৃতিত্ব দেখান। ৩টি দুর্দান্ত ক্যাচ ধরেন, এবং একটি ক্যাচ নিতে সহায়তা করেন, যা ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তার প্রথম ক্যাচটি ছিল কাইল মেয়ার্সের। বাউন্ডারির বাইরে এক হাত দিয়ে ক্যাচ ধরে শূন্যে থাকাকালে বলটি উপরের দিকে ছুঁড়ে দেন। পরে মাঠের বাইরে গিয়ে শরীরের ভারসাম্য ঠিক করে ভেতরে এসে নিজেই ক্যাচ নেন। এরপর তিনি চারিথ আসালাঙ্কা ও সুনীল নারিনের ক্যাচও নেন এবং আন্দ্রে রাসেলের ক্যাচ নিতে সহায়তা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *