ভারতকে হারানোর ফন্দি রপ্ত শমিত, জানেন জয়ের সঠিক পথ

ভারতকে হারানোর ফন্দি রপ্ত শমিত, জানেন জয়ের সঠিক পথ

ভারতের বিপক্ষে প্রতীক্ষিত জয় দেখছেন শমিত সোম

বাংলাদেশ জাতীয় ফুটবল দল দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ম্যাচে জয় পাননি। চলতি বছরের একমাত্র জয় এসেছে ভুটানের বিরুদ্ধে জুন মাসে প্রীতি ম্যাচে। তবে মিডফিল্ডার শমিত সোম বিশ্বাস করেন, ১৮ নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিরুদ্ধে জয়ই শেষ করবে এই অপেক্ষা।

ক্যাভালরি এফসির খেলোয়াড় শমিত এই বছর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক করেন। এরপর চার ম্যাচ খেলেছেন, কিন্তু জয়ের স্বাদ এখনও পাননি—দুই ড্র ও দুই হারে মাঠ ছাড়তে হয়েছে তাকে। সর্বশেষ জয় ছিল ৪ জুন ভুটানের বিপক্ষে।

শমিত প্রথম আন্তর্জাতিক গোল করেন হংকংয়ের বিরুদ্ধে, কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে হারেন বাংলাদেশ। নেপালের বিপক্ষে ইনজুরি সময়ে হজম করা গোলে ড্র হয়।

এবার ভারতের বিপক্ষে ম্যাচকে শমিত দিচ্ছেন আলাদা গুরুত্ব। তিনি বলেন,
“আলাদা করে প্রেরণা দরকার নেই। আমরা জানি ভারত ম্যাচ মানে কী। প্রথম দিন থেকেই এই ম্যাচ আমাদের মাথায় আছে। আমরা জিততে চাই, এবং জিতবও।”

মিডফিল্ডার হিসেবে শমিত ব্যাখ্যা করেছেন কীভাবে ভারতকে চ্যালেঞ্জ করা সম্ভব। তিনি বলেন,
“ভারত শক্তিশালী দল, কিন্তু তাদের রক্ষণ ও মিডফিল্ডের মধ্যে ফাঁক আছে। আমরা হাফ-স্পেসের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে প্রভাব ফেলতে পারব।”

বাংলাদেশের লক্ষ্য এখন স্পষ্ট—দীর্ঘদিনের জয়হীনতা কাটিয়ে ভারতের বিরুদ্ধে প্রতীক্ষিত জয়।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *