দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে ভারতকে হারানোর ঐতিহাসিক জয়টি বাংলাদেশের ফুটবল কিংবদন্তি ও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে উৎসর্গ করেছেন শমিত সোম। ঠিক এক বছর আগে, গত ১৮ নভেম্বরই প্রয়াত হন পিন্টু। তাই তার প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে পাওয়া এই জয়কে বিশেষভাবে স্মরণীয় করতে চাইলেন তরুণ এই মিডফিল্ডার।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে মধ্যমাঠের নিয়ন্ত্রণে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ১–০ ব্যবধানে জয়ের নায়ক হন শমিত সোম। ম্যাচের পর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি জানান, ভারতের বিপক্ষে এই জয় তিনি উৎসর্গ করছেন জাকারিয়া পিন্টুকে এবং সেই সঙ্গে বাংলাদেশের ফুটবলের জন্য গলা ফাটানো সব সমর্থককেও।
তার ফেসবুক পোস্টে শমিত লিখেছেন:
‘ভারতের বিরুদ্ধে ১-০ গোলের জয়, তাও আমাদের নিজেদের মাঠে—আজকের রাতটা সত্যিই বিশেষ। আমাদের মূল প্রেরণা একটাই—বাংলাদেশকে জেতানো, আমাদের মানুষকে গর্বিত করা।
২২ ঘণ্টার ভ্রমণ, ক্লান্তি—সব মুহূর্ত ভুলে যাই যখন মাঠে পা রেখে দর্শকদের গর্জন শুনি। সেই শক্তিই আমাদের সামনে এগিয়ে দেয়।
আমি এই জয় উৎসর্গ করছি জাকারিয়া পিন্টুকে—স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি অধিনায়ককে, যিনি ঠিক আজকের দিনেই গত বছর আমাদের ছেড়ে চলে গেছেন। তার সাহস, নেতৃত্ব আর দেশের প্রতি ভালোবাসা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে।
এই জয় তার জন্য। এই জয় আপনাদের সবার জন্য।’
ভারতের বিপক্ষে পাওয়া এই স্মরণীয় সাফল্যের পেছনে পিন্টুকে শ্রদ্ধা জানানো ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শমিত আবারও প্রমাণ করলেন—জার্সির প্রতি তার ভালোবাসা কেবল খেলায় নয়, হৃদয়েও।

