ভারতের বিপক্ষে আজ হামজা-জামালদের ম্যাচ, সরাসরি দেখবেন যেভাবে

ভারতের বিপক্ষে আজ হামজা-জামালদের ম্যাচ, সরাসরি দেখবেন যেভাবে

ফুটবল বিশ্বে নতুন দিগন্ত শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আর অবশেষে ফুরোচ্ছে অপেক্ষার প্রহর। আজ লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামবেন হামজা দেওয়ান চৌধুরী। জামাল ভূঁইয়াদের সতীর্থ হিসেবে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের শিলংয়ে জহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় রেফারি বাঁশি দিলেই শুরু হবে খেলা।

বাংলাদেশের কোটি কোটি ফুটবল ভক্ত তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। বাংলাদেশের সাথে এই ম্যাচটি গুরুত্বের সাথে নিয়েছে ভারতও। তাই তো অবসর ভেঙে ফিরেছে দলটির ভরসাময় তারকা সুনীল ছেত্রী।

বাংলাদেশ-ভারতের হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে টিভি চ্যানেলেই। ভারত থেকে ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ৩। আর বাংলাদেশ থেকে খুব সহজেই সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।

ভারতের বিপক্ষে বাংলাদেশ ফুটবলে সর্বশেষ জয় পেয়েছে ২০০৩ সালে। সেবার ঢাকায় সাফ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ শেষ বারের মতো ভারতকে হারিয়েছিল। এর পর দুই দশকের মধ্যে আর হারাতে পারেনি। তবে এবার হামজা থাকায় ফিরেছে আত্মবিশ্বাস।

এদিকে এই ম্যাচ ঘিরে অপেক্ষায় রয়েছেন ভক্তরাও। এতোই আবেদন ছড়াচ্ছে হামজা-জামালরা, যে ম্যাচের দুদিন আগেই সমস্ত টিকিটও বিক্রি হয়ে গেছে। ভক্ত ও দর্শকদের দিকেও নজর থাকবে আজ। কেননা বাংলাদেশ-ভারত দ্বৈরথ এখন বিশ্বের অন্যতম দ্বৈরথ।

তবে শিলংয়ে পৌঁছানোর পর থেকে বৈষম্যের শিকার হচ্ছে বাংলাদেশ দল। হোটেল থেকে শুরু করে মাঠ, প্র্যাকটিস এমনকি খাবারের সমস্যায়ও ভুগছে বলে জানা গেছে। স্বাগতিক দেশ অসহযোগিতা করছে বলেও কোনো কোনো গণমাধ্যমে জানানো হয়েছে। তবে সব ছাপিয়ে নজর এখন ম্যাচের দিকে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *