ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের বিজাপুর জেলায় পুলিশের সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মাওবাদীদের সংঘর্ষে অন্তত ছয় বিদ্রোহী নিহত হয়েছেন। এ ঘটনা ঘটে দশকের পর দশক ধরে চলা সশস্ত্র আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়ার কয়েক সপ্তাহের মধ্যেই।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে মঙ্গলবার পুলিশের বরাত দেওয়া হয়েছে, মাওবাদী বিদ্রোহ দমনের জন্য নয়াদিল্লি সর্বাত্মক অভিযান শুরু করেছে এবং আগামী মার্চের মধ্যে বিদ্রোহ পুরোপুরি দমনের অঙ্গীকার করেছে।
ছত্তিশগড়ের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সুন্দররাজ পাট্টিলিনগম জানিয়েছেন, বিজাপুরে যৌথ অভিযানের সময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এ সময় ছয় মাওবাদী নিহত হয়েছেন এবং অভিযান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, যার মধ্যে আধুনিক অস্ত্রও রয়েছে। নিহতদের মধ্যে জ্যেষ্ঠ কমান্ডাররাও রয়েছেন।
মাওবাদী বিদ্রোহীরা কয়েক দশক ধরে আদিবাসী অধিকার রক্ষার নাম নিয়ে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। ১৯৬৭ সালে চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে তাদের সশস্ত্র আন্দোলন শুরু হয়। দেশজুড়ে চলা সংঘাতে এখন পর্যন্ত ১২ হাজারেরও বেশি বিদ্রোহী, সেনা সদস্য ও সাধারণ নাগরিক নিহত হয়েছেন।
গত বছর পর্যন্ত মাওবাদী বিদ্রোহীরা ভারতের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় প্রভাব বিস্তার করেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের শক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত অক্টোবরে বিজেপি সরকার জানিয়েছিল, দুই দিনের অভিযানে জ্যেষ্ঠ নেতা মল্লোজুলা ভেনুগোপাল রাওসহ ২৫০ এর বেশি সদস্য আত্মসমর্পণ করেছেন।
ছত্তিশগড়ে এই সংঘর্ষ প্রকাশ করে যে, সরকারি অভিযানের মধ্যেও মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

