ভারতের বিপক্ষে ব্যর্থ হেড, অ্যাশেজ প্রস্তুতিতে মনোযোগ দিয়ে ছাড়লেন টি-টোয়েন্টি সিরিজ 🇦🇺🏏
ভারতের বিশ্বমানের বোলারদের বিপক্ষে রান খুঁজে পাওয়া কঠিন হলেও ট্র্যাভিস হেড সবসময়ই ছিলেন ব্যতিক্রম। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সই এনে দিয়েছিল অস্ট্রেলিয়ার হাতে শিরোপা।
তবে চলমান টি-টোয়েন্টি সিরিজে সেই ফর্মের দেখা মেলেনি। প্রথম তিন ম্যাচে হেডের ব্যাট থেকে এসেছে মাত্র ২৯, ২৮ ও ৬ রান। তাই আপাতত জাতীয় দলের জার্সি গুটিয়ে অ্যাশেজ সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন এই তারকা ব্যাটার।
অস্ট্রেলিয়ার নির্বাচকরা খেলোয়াড়দের কাজের চাপ ও অগ্রাধিকার বিবেচনায় রেখে তাঁকে বিশ্রাম দিয়েছেন। ফলে ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে হেড থাকছেন না দলের সঙ্গে।
আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট, আর এর আগেই হেড ফিরছেন ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে খেলতে।
অন্যদিকে ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৬ ও ৮ নভেম্বর, গোল্ড কোস্ট ও ব্রিসবেনে।

