ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে নগরের দীঘারকান্দা ঢাকা বাইপাস এলাকায় এই মিছিল দেখা যায়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকায় মিছিলে ছাত্রলীগের প্রায় ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী অংশ নেন।
মিছিলের ভিডিও জেলা ছাত্রলীগের আত্মগোপনে থাকা সভাপতি মো. আল আমিনের ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদিত্য আহমেদ (পলাশ) মিছিলটি নেতৃত্ব দিচ্ছেন। মিছিলকারীরা কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট পরে ছিলেন। ভিডিওটির দৈর্ঘ্য ১ মিনিট ৫৮ সেকেন্ড।
ভিডিওতে নেতারা হাতে একটি ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছেন। ব্যানারের নিচের দিকে লেখা আছে, “ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।”
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, “মিছিল হওয়ার খবর আমরা পেয়েছি। তবে কখন হয়েছে তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।”

