কাপুর টেস্টে ২৩৩ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের দিন সব থেকে বড় প্রাপ্তি মমিনুলের চেঞ্চুরি। ৭ম উইকেটে মিরাজকে সাথে নিয়ে ক্যারিয়ারে ১৩ সেঞ্চুরি তুলে নেন মমিনুল। মিরাজ ব্যাট হাতে করেন ২০ রান। এই ম্যাচে ঘটে গেছে এক অন্যরকম ঘটনা। ব্যাটিংয়ে আসার পর মিরাজের হাটুতে কামুড় দেয় বল্লা। ব্যথায় সাথে সাথে লুটিয়ে পড়েন মিরাজ। পরে ব্যাথার স্প্রে দিয়ে ঠিক করা হয় মিরাজকে।

- September 30, 2024
0
11
Less than a minute
You can share this post!
administrator