মাত্র ৬ মিনিটেই বিক্রি শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট!

মাত্র ৬ মিনিটেই বিক্রি শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট!

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টায়। শুরু হওয়ার মাত্র ছয় মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সাধারণ গ্যালারির সব টিকিট!

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানায়, “টিকিটস সোল্ড আউট”—অর্থাৎ সব টিকিট বিক্রি শেষ।

টিকিট বিক্রির সময় সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘কুইকেট’-এর মাধ্যমে বিক্রি শুরু হতেই মুহূর্তেই সার্ভার ব্যস্ত হয়ে পড়ে, আর কয়েক মিনিটের মধ্যে ওয়েবসাইটে ভেসে ওঠে ‘সোল্ড আউট’ লেখা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে আগের ম্যাচগুলোতে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। তবে ভারত ম্যাচকে ঘিরে সেই দাম বাড়িয়ে করা হয় ৫০০ টাকা। দাম বাড়লেও চাহিদা আরও বেড়েছে—উচ্ছ্বাসে ভরপুর সমর্থকেরা মুহূর্তেই টিকিট সংগ্রহ করে ফেলেন।

বাফুফের তথ্য অনুযায়ী, এবার ছয়টি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হয়েছে—গ্যালারি, ক্লাব হাউস ১ ও ২, ভিআইপি বক্স ২ ও ৩, রেড বক্স এবং হসপিটালিটি বক্স।

  • গ্যালারি টিকিটের দাম ৫০০ টাকা
  • ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩: ৩,০০০ টাকা
  • ভিআইপি বক্স ২: ৪,০০০ টাকা
  • ক্লাব হাউস ১: ৫,০০০ টাকা
  • রেড বক্স: ৬,০০০ টাকা

করপোরেট বক্স ও স্কাই বক্সের টিকিটের দাম জানানো হয়নি। এসব আসনে বসে খেলা দেখতে চাইলে info@bff.com.bd–এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, বাফুফে প্রথম অনলাইন টিকিট বিক্রি শুরু করে গত জুনে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে। তখন টিকিফাই প্ল্যাটফর্মে দর্শকদের ভোগান্তির মুখে পড়তে হয়েছিল। পরে হংকংয়ের বিপক্ষে অক্টোবরের ম্যাচে নতুন প্ল্যাটফর্ম ‘কুইকেট’-কে দায়িত্ব দেওয়া হয়, যেখানে মাত্র ২০ মিনিটেই টিকিট বিক্রি শেষ হয়েছিল।

যদিও হংকংয়ের বিপক্ষে ড্রয়ের ফলে বাংলাদেশের এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা শেষ হয়ে গেছে, তবুও ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ও প্রত্যাশায় কোনো ঘাটতি দেখা যাচ্ছে না।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *