মা’রা গেলেন সাবেক তারকা ক্রিকেটার ক্রিকেটবিশ্বে নেমে এলো শোকের ছায়া!

মা’রা গেলেন সাবেক তারকা ক্রিকেটার ক্রিকেটবিশ্বে নেমে এলো শোকের ছায়া!

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য বার্নার্ড জুলিয়েন আর নেই। ৫ অক্টোবর উত্তর ত্রিনিদাদের ভ্যালসেইনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অলরাউন্ডার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জুলিয়েন। দেশের হয়ে তিনি খেলেছেন ২৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচ। ব্যাট ও বল—দুই বিভাগেই ছিলেন সমান কার্যকর।

বিশ্বকাপে জুলিয়েন ছিলেন দুর্দান্ত ফর্মে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে ৪ উইকেট নেওয়ার পর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও ২৭ রানে নিয়েছিলেন ৪ উইকেট। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ২৬ রানের ইনিংস খেলে দলকে জয়ে অবদান রাখেন।

তাকে স্মরণ করে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড বলেন, “সে সবসময় ১০০ শতাংশের বেশি দিতো। ব্যাটে হোক বা বলে, যেখানেই দরকার হতো, তার উপর নির্ভর করা যেত। এমন একজন ক্রিকেটার আমাদের দলের জন্য ছিল এক বড় সম্পদ।”

জুলিয়েনের ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল মুহূর্ত আসে ১৯৭৩ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১২১ রানের দুর্দান্ত সেঞ্চুরিতে। পরের বছর একই দলের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করে নিজের অলরাউন্ড দক্ষতার প্রমাণ দেন তিনি। মাঠে ও ড্রেসিংরুমে ছিলেন সমানভাবে প্রিয় মুখ।

১৯৭০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের কাউন্টি দল কেন্টের হয়ে খেলেছেন তিনি। তবে ১৯৮২-৮৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে সফরে অংশ নেওয়ার পরই তার আন্তর্জাতিক ক্যারিয়ার সমাপ্তি ঘটে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *