মালয়েশিয়ায় আটক ১৮৪ জন অবৈধ অভিবাসী , রয়েছে বাংলাদেশিও

মালয়েশিয়ায় আটক ১৮৪ জন অবৈধ অভিবাসী , রয়েছে বাংলাদেশিও

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার সকালে নিলাইয়ের একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৮৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

নেগেরি সেম্বিলান ইমিগ্রেশনের পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটককৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ১৬৩ জন পুরুষ এবং ২১ জন নারী রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। তবে কতজন বাংলাদেশি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিরেক্টর কেনিথ জানান, বৈধ কাজের পারমিট ছাড়াই কর্মরত বিদেশিদের বিষয়ে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অনেক অবৈধ শ্রমিক গ্রেপ্তারের ভয়ে কারখানার ভেতর লুকিয়ে থাকার চেষ্টা করলেও ইমিগ্রেশনের হাতে ধরা পড়েন।

আটককৃতদের আরও তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ভ্রমণ নথি অনুপস্থিতি, অনুমোদিত সময়ের বাইরে থাকা এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ ও ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর বিভিন্ন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *