টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যখন বড় এক মাইলফলকের সামনে, সেই মুহূর্তের কেন্দ্রবিন্দুতে আছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তার ১০০তম টেস্ট মাঠে গড়াতে যাচ্ছে শিগগিরই। তাকে ঘিরে শুভকামনায় ভাসছেন সতীর্থরা।
দীর্ঘ দিনের সঙ্গী তামিম ইকবালও সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুকে জানালেন আবেগঘন বার্তা। ফেসবুকে তামিম লিখেছেন, “তোকে নিয়ে বলার আছে অনেক কিছুই। ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলে—সব জায়গায় পথচলা একই সঙ্গে। বহুবার রুমমেট হয়েছি, কাছ থেকে দেখেছি তোকে। কোনো এক সময় সব বলব কোনো এক প্ল্যাটফর্মে।”
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার কৃতিত্ব তোর চেয়ে বেশি কেউ ডিজার্ভ করে না। আশা করি ভবিষ্যতে আরও অনেকে এ অর্জনের পাশে নাম লেখাবে, কিন্তু তুই প্রথম—এটাই তোর প্রাপ্য।”

