মুশফিকের ঐতিহাসিক ১০০তম টেস্টে বিসিবির চমকপ্রদ সম্মাননা

মুশফিকের ঐতিহাসিক ১০০তম টেস্টে বিসিবির চমকপ্রদ সম্মাননা

বাংলাদেশ ক্রিকেটের এক স্মরণীয় দিনে জাতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার–ব্যাটার মুশফিকুর রহিম পেলেন তার ক্যারিয়ারের ১০০তম টেস্ট ঘিরে বিশেষ সম্মাননা। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাকে বিশেষ ক্যাপ তুলে দেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে হাবিবুল বাশারের হাত থেকেই আন্তর্জাতিক অঙ্গনে প্রথম টেস্ট ক্যাপ পেয়েছিলেন মুশফিক। ঠিক দুই দশক পর সেই একই হাতেই শততম টেস্টের স্মারক ক্যাপ গ্রহণ করেন তিনি—যা হয়ে থাকল এক অনন্য মুহূর্ত।

সাবেক অধিনায়ক আকরাম খানও মুশফিককে বিশেষ উপহার দেন। পাশাপাশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও জাতীয় দলের কোচ নাজমুল আবেদীন তার হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।

মুশফিকের প্রথম টেস্ট ও শততম টেস্ট—এই দুই ম্যাচের সতীর্থদের স্বাক্ষর করা স্মারক জার্সি উপহার দেন নাজমুল আবেদীন ও হাবিবুল বাশার। ক্রিকেটার হিসেবে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দুটি মাইলফলকের স্মৃতি ধরে রাখতে এটি হবে বিশেষ এক সংগ্রহ।

এই ম্যাচের মাধ্যমে মুশফিক হচ্ছেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার, যিনি শততম টেস্টের গৌরব ছুঁলেন। দুই দশকের দীর্ঘ আন্তর্জাতিক যাত্রায় তার অবদানকে সম্মান জানাতে বিসিবি ও সাবেক–বর্তমান সতীর্থরা আয়োজন করেছে এই স্মরণীয় সম্মাননা অনুষ্ঠান।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *