আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে ফেলবেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে চলেছেন এই ব্যাটসম্যান। এই বিশেষ মুহূর্তকে সামনে রেখে বিসিবি নানা আয়োজনের পরিকল্পনা করেছে।
মুশফিক আগে থেকেই দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ডের মালিক। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে পরের টেস্টে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ১০০তম টেস্ট খেলবেন। এ কৃতিত্ব আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার দেখাতে পারেননি।
বিসিবি এই কীর্তিকে সম্মান জানাতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে মুশফিকের পরিবারের সদস্যদেরও নিমন্ত্রণ জানানো হবে। মাঠে থাকবে বিশেষ আয়োজন, এবং তাকে উপহার হিসেবে প্রদান করা হবে একটি ক্রেস্ট ও ক্রিকেটারদের স্বাক্ষরিত ব্যাট।

