লিওনেল মেসির ছোঁয়ায় আবারও শিরোপার স্বপ্নে বিভোর ইন্টার মায়ামি। লিগস কাপের সেমিফাইনালে আর্জেন্টাইন তারকার জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।
ম্যাচের আগে মেসির খেলা নিয়ে ছিল শঙ্কা। ইনজুরি থেকে ফেরায় স্বস্তি পায় মায়ামি শিবির। কারণ একই অঙ্গরাজ্যের প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটি চলতি মৌসুমে দুই ম্যাচেই ৭-১ গোলের ব্যবধানে হারিয়ে রেখেছিল তাদের। তবে এবার পরিস্থিতি ভিন্ন ছিল।
চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+১ মিনিটে) মার্কো পাসালিচের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো। তবে দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে দশ জনের দলে পরিণত হয় তারা—দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডেভিড ব্রেকালো। সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে দেরি করেননি মেসি। ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান দলকে।
ম্যাচের ভাগ্য গড়েন আর্জেন্টাইন মহাতারকা ৮৮ মিনিটে। জর্ডি আলবার সঙ্গে চমৎকার ওয়ান-টু করে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে জয়সূচক গোলটি করেন তিনি। অতিরিক্ত সময়ে (৯০+১ মিনিটে) সেগোভিয়ার গোলে ব্যবধান বাড়িয়ে নেয় ইন্টার মায়ামি।
২০২৩ সালের জুলাইয়ে দলে যোগ দেওয়ার এক মাস পরই লিগস কাপের শিরোপা জিতেছিলেন মেসি। এবারও তার জাদুকরী পারফরম্যান্সে নতুন করে শিরোপার সুবাস পাচ্ছে ইন্টার মায়ামি।