মোহাম্মদপুরে ছাত্রদল নেতার অপ্রত্যাশিত মৃত্যু

মোহাম্মদপুরে ছাত্রদল নেতার অপ্রত্যাশিত মৃত্যু

ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় আজ মঙ্গলবার সকালে মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বিরের রহস্যজনক মৃত্যু ঘটেছে। পুলিশ জানিয়েছে, বাসার মেঝেতে গলায় দড়ি বাঁধা অবস্থায় সাব্বিরকে পাওয়া যায়। পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সাব্বির ওই বাসায় আরও দুইজনের সঙ্গে থাকতেন। সকালে এক জনকে নাশতা আনার জন্য বাইরে পাঠানো হয়। নাশতা নিয়ে ফিরে আসার পর ওই ব্যক্তি দেখেন, সাব্বির মেঝেতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাব্বিরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *