বল থ্রো করে রানআউট মিস—ক্ষমা চাইলেন অধিনায়ক আকবর আলী
রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে শেষ বলে অপ্রয়োজনীয় থ্রোয়ে রানআউট মিস করায় সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আকবর আলী। গুরুত্বপূর্ণ সেই ভুলেই ভারত অতিরিক্ত রান নিয়ে ম্যাচটি টাই করতে সক্ষম হয়। পরে ম্যাচ শেষে নিজের ভুল স্বীকার করে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
শেষ ওভারের শেষ বলটি লং অনে ঠেলে দুটি রান নেওয়ার পর তৃতীয় রানের জন্য দৌড়ায় ভারত। থ্রোটি ঠিকমতো হাতে পেয়েও স্টাম্পে সরাসরি আঘাত করতে ব্যর্থ হন আকবর। বড় স্কোর ডিফেন্ড করতে গিয়ে এমন ভুলে দলের সংকটে পড়া নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।
ড্রেসিংরুমে সতীর্থদের সামনে আকবর বলেন,
“এই ভুল কখনোই হওয়ার কথা নয়। দলের সবাইকে চাপের মুখে ফেলেছি। দুঃখিত।”
তবে সুপার ওভারে রিপন মন্ডলের অসাধারণ বোলিং ও প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ ম্যাচটি জিতে ফাইনালে জায়গা করে নেয়। আকবর জানিয়েছেন, ফাইনালের আগে এই ভুল থেকে শিক্ষা নিয়ে আরও সতর্ক থাকবেন তিনি।

