ম্যাচ সেরা হয়ে বাংলাদেশের প্রশংসা করে হেলস যা বলেন

ম্যাচ সেরা হয়ে বাংলাদেশের প্রশংসা করে হেলস যা বলেন

ইংল্যান্ডের হয়ে দেড়শরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন অ্যালেক্স হেলস। বিশ্বজুড়ে ৪৭৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি এবং কোন ফ্র্যাঞ্চাইজি লিগ নেই যেখানে খেলেননি। তবে, ইংলিশ এই ক্রিকেটারের কাছে বাংলাদেশ একটি বিশেষ জায়গা দখল করে রেখেছে।

অন্য লিগগুলোর তুলনায় বিপিএলে কিছুটা কম ম্যাচ খেলা হলেও, বাংলাদেশে মানুষের ভালোবাসা, পরিবেশ এবং ক্রিকেটের প্রতি অনুপ্রেরণায় মুগ্ধ হয়েছেন হেলস। রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে ব্যস্ত থাকা এই তারকা ব্যাটার প্রশংসা করেছেন সিলেটের উইকেটেরও। পাশাপাশি, সতীর্থ সাইফ হাসানেরও প্রশংসা করেছেন, যিনি হেলসের ১১৩ রানের অপরাজিত ইনিংসের দিনে ৮০ রান করে ১৮৬ রানের পার্টনারশিপ গড়েছিলেন।

বিপিএল উপভোগের ব্যাপারে হেলস বলেন, “খুব উপভোগ করছি। পিচটা খুব ভালো, অনেক বাউন্ডারি হাঁকিয়েছি। সাইফের সাথে পার্টনারশিপটা খুব উপভোগ করেছি। এত রান তাড়া করা যেকোনো ভেন্যুতেই বিশাল ব্যাপার। তাই আমাদের আজকের পারফরম্যান্স নিয়ে আমি খুবই খুশি।”

শুরুতে কিছুটা সাবধানে খেললেও, সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ২০৬ রানের লক্ষ্য ১ ওভার এবং ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় রংপুর। গেমপ্ল্যান সম্পর্কে হেলস জানান, “এখানে উড়ন্ত শুরু করার দরকার নেই। মাঠ ছোট, মাঝখানের ওভারগুলো থেকেও রান বের করা যায়। সাইফ আর আমি এটাই পরিকল্পনা করেছিলাম।”

এ সময় বাংলাদেশ সম্পর্কে তার মন্তব্য ছিল, “বাংলাদেশ এমন একটি জায়গা, যেখানে আসতে আমার খুব ভালো লাগে। দারুণ দেশ, সবাই ক্রিকেটকে ভীষণ উপভোগ করে। প্রচুর দর্শক মাঠে আসে। এটা এমন এক জায়গা, যেখানে খেলতে আমি ভীষণ উপভোগ করি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *