ম্যাচ হারের পর যে কারনে শাস্তি পেলেন বিজয়

ম্যাচ হারের পর যে কারনে শাস্তি পেলেন বিজয়

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এ গতকাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে, ১০ উইকেটের বিশাল পরাজয়ের শিকার হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। হারের পর বড় একটি দুঃসংবাদ পেয়েছেন দলটির অধিনায়ক এনামুল হক বিজয়।

ম্যাচে অপেশাদার আচরণের জন্য শাস্তির মুখে পড়েন বিজয়। বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই আউট হন তিনি। লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার শরিফুল ইসলামের বল ব্যাট ছুঁয়ে গেছে এমন মনে করে আম্পায়ার তাকে আউট দেন। তবে বিজয় ওই সিদ্ধান্ত মেনে নেননি। মাঠ থেকে বের হওয়ার আগে আম্পায়ারের দিকে ব্যাট উঁচিয়ে ধরেন, যা তার শাস্তির কারণ হয়। তার এমন আচরণের পর ম্যাচ রেফারি এহসানুল হক তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেন। বিজয় এ জরিমানা মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচে বিজয়ের পাশাপাশি পুরো দলও ব্যর্থ হয়েছে। শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায়। এরপর তানজিদ হাসান তামিমের ফিফটিতে ১০ উইকেটের জয় তুলে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ।

ডিপিএল-এর এবারের মৌসুমে জরিমানা বিষয়ক এটাই প্রথম ঘটনা নয়। গত সোমবার (৩ মার্চ) আম্পায়ারিং বিতর্কের কারণে প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের, অধিনায়ক ইরফান শুক্কুর ও ম্যানেজার দেব চৌধুরী ১.৫ লাখ টাকা জরিমানা দিয়েছেন। এর পাশাপাশি ইরফান শুক্কুর ৩টি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। আগের এক ডিমেরিটসহ তার মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৪, যার কারণে পরের ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *