সন্ত্রাসবিরোধী মামলায় আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন মঞ্জুর
রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) আদালতের এই আদেশের পর হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, “আমরা মুক্তিযুদ্ধ করেছি জয় বাংলা বলে, বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান-জ্ঞান, আমার চিন্তা ও চেতনার মূল উৎস। যতদিন বেঁচে থাকব—মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বেঁচে থাকব।”
তিনি আরও বলেন, “বিচার বিভাগের প্রতি এখনো জনগণের আস্থা আছে। লতিফ ভাইয়ের জামিন তারই প্রমাণ। এই মামলায় যাদের এখনো অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে, তাদের মুক্তি দেওয়া হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
কাদের সিদ্দিকী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাই সরকারের শুভবুদ্ধির উদয় হোক। যারা অন্যায়ভাবে আটক আছেন, তাদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।”

