যাকে ফলো করে ব্যাটিংয়ে পরিবর্তন এনেছেন জানালেন শামীম

যাকে ফলো করে ব্যাটিংয়ে পরিবর্তন এনেছেন জানালেন শামীম

একসময় টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন এবি ডি ভিলিয়ার্স। ৩৬০ ডিগ্রি ব্যাটার হিসেবে পরিচিত ডি ভিলিয়ার্স মাঠের সবদিকে আগ্রাসী ব্যাটিং এবং উদ্ভাবনী শট খেলে সবাইকে মুগ্ধ করেছিলেন।

বাংলাদেশের শামীম হোসেন পাটোয়ারী ডি ভিলিয়ার্সকে অনুসরণ করেন এবং তার ব্যাটিংয়ে কিছু পরিবর্তন নিয়ে এসেছেন। ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং কিংসকে জয়ী করার পর শামীম এ বিষয়ে মন্তব্য করেছেন।

সংবাদ সম্মেলনে শামীম বলেন, “হ্যাঁ, ডি ভিলিয়ার্সের ব্যাটিং আমি একটু বেশি ফলো করি, ভালো লাগে তার স্টাইল। পরিবর্তন বলতে, হেড পজিশনটা একটু ঠিক করেছি।”

তিনি আরও বলেন, “অবশ্যই প্রত্যাশা থাকে সব দলেরই। আমাদের দলের পরিবেশ ভালো। অনেক কথাই হয়েছে, তবে আমরা সেগুলোর প্রতি গুরুত্ব না দিয়ে মাঠে ছিলাম।”

পারভেজ হোসেন ইমনের রানে ফেরার ব্যাপারে শামীম বলেন, “অবশ্যই ভালো লাগছে। আমি জানি সে কেমন ধরনের প্লেয়ার। সে চ্যাম্পিয়ন প্লেয়ার, তার মধ্যে অনেক ক্ষুধা রয়েছে। ভালো খেলছে, এটা দেখে ভালো লাগছে। এই বছরের উইকেটও অনেক ভালো ছিল, যা সব প্লেয়ারদের জন্য সহায়ক হয়েছে। টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভালো উইকেট অবশ্যই প্রয়োজন।”

কোয়ালিফায়ারের সামনে আবারও বরিশালের বিরুদ্ধে ম্যাচ থাকবে। শামীম বলেন, “আমরা অনেক আত্মবিশ্বাসী। দেখা যাক কী হয়, সবাই ভালো ফর্মে আছে। অবশ্যই এই ম্যাচটি আমাদের আরও আত্মবিশ্বাসী করবে, কারণ আমরা এই ম্যাচে জিতেছি।”

৩ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস মুখোমুখি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *