যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ফলে দেশের অর্থনীতিতে যে প্রভাব পড়বে, তা মোকাবিলা করা কঠিন হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে শুল্ক আরোপের বিষয়টি নিয়ে নেগোসিয়েশন (সমঝোতা) শুরু করা হয়েছে এবং তিনি আশাবাদী যে ভালো কিছু ফল আসবে।
ঈদ উপলক্ষে ৯ দিনের ছুটি শেষে প্রথম কার্যদিবসে আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
অর্থ উপদেষ্টা আরও বলেন, রমজান ও ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং এতে জনগণ স্বস্তি পেয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো দিকে যাচ্ছে।
তিনি জানান, রিজার্ভ বেড়েছে এবং এবার ঈদে পণ্যের দাম কম ছিল, যার ফলে ঈদ অনেক ভালোভাবে কেটেছে।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ ছিল। তবে ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন নতুন করে ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই শুল্কের কারণে বাংলাদেশের রপ্তানি, বিশেষত তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করছেন রপ্তানিকারকেরা।