মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত এক মাস ধরে বিদেশি শিক্ষার্থীদের ভিসা ও বাসস্থানের অনুমতি বাতিল করার পদক্ষেপ আরও জোরদার করেছে বলে জানিয়েছে উচ্চশিক্ষা বিষয়ক প্ল্যাটফর্ম ইনসাইড হায়ার এড।
শুক্রবার (১১ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে সংস্থাটির উদ্ধৃতি দিয়ে জানানো হয়, মাত্র পাঁচ দিনের ব্যবধানে ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৭ জন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তবে গবেষণা বলছে, আসল সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
ইনসাইড হায়ার এড-এর বিশ্লেষণে বলা হয়েছে, গত মাসে যেভাবে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থীদের ভিসা ও রেসিডেন্সি স্ট্যাটাস প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে, তাতে এর গতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
ভিসা বাতিলের কারণ
গবেষণায় দেখা গেছে, প্রশাসন সাম্প্রতিক সময়ে খুব দ্রুতগতিতে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। এই সিদ্ধান্ত শুধু ফিলিস্তিনের প্রতি সমর্থনের মতো রাজনৈতিক অবস্থানের কারণে নেওয়া হয়নি। বরং ভিসা বাতিলের পেছনে রয়েছে ছোটখাটো অপরাধ বা গ্রেপ্তারের ঘটনাও।
উদাহরণ হিসেবে বলা হয়েছে, ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এক কলাম্বিয়ান স্নাতক শিক্ষার্থী মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর কারণে আটক হন এবং বর্তমানে মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর তত্ত্বাবধানে রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনেক শিক্ষার্থী তাদের ভিসা বাতিল হয়েছে এমন তথ্য জানতেও পারেননি। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনের তদন্ত এড়াতে ভিসা বাতিলের ঘটনা প্রকাশ্যে আনতেও দ্বিধাবোধ করছে।