যে কারনে‘বিতর্কিত’ ফ্র্যাঞ্চাইজি মালিককে কাঁধে তুলে নাচলেন তাসকিন-বিজয়রা

যে কারনে‘বিতর্কিত’ ফ্র্যাঞ্চাইজি মালিককে কাঁধে তুলে নাচলেন তাসকিন-বিজয়রা

বিপিএলজুড়ে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক নিয়ে একাধিক নাটক হয়েছে। বেতন-ভাতা না পেয়ে দলটির বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বর্জন পর্যন্ত করেছিলেন। তবে এমন নজিরবিহীন ঘটনার প্রভাব দলের দেশি ক্রিকেটারদের উপর পড়েনি। তারা নিজেদের চেকের খাম পেয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে দুই রানের জয় উদযাপন করতে মত্ত।

রংপুরকে হারানোর পর রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমানকে তাসকিনরা কাঁধে তুলে নেচে খুশি হয়ে জয় উদযাপন করেন। তাদের মধ্যে হাস্যোজ্জ্বল আলিঙ্গন এবং কেক কাটা চলে।

তবে এই ক্রিকেটাররাই এক সময় পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে টালবাহানা হওয়ায় অনুশীলন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখনও বিদেশি ক্রিকেটারদের বেতন নিয়ে কোনো সমাধান না আসায় দলটির সংকট মিটে উঠেনি।

এদিকে, বিসিবি দলটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু রোববার (২৬ জানুয়ারি) মিরপুরে গণমাধ্যমকে বলেন, “এই পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছাবে এটা কেউ ভাবেনি। দেশের পরিস্থিতি চিন্তা করে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, তবে তারা সেই বিশ্বাস রাখেনি। এখন সময় এসেছে আমাদের ব্যবস্থা নেওয়ার। বিপিএল ক্রিকেট বোর্ডের সম্পত্তি, সেটি রক্ষার জন্য বিসিবির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, তাসকিনদের ফ্র্যাঞ্চাইজি মালিককে নিয়ে জয় উদযাপনের ভিডিওর নিচে নেটিজেনরা কটাক্ষপূর্ণ মন্তব্য করছেন। একজন মন্তব্য করেছেন, “কেকের টাকা এল কোত্থেকে?”

আজ (সোমবার) দুর্বার রাজশাহী তাদের লিগ পর্বের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *