যে কারনে রয়কটের মুখে সালমানের ‘সিকান্দার’

যে কারনে রয়কটের মুখে সালমানের ‘সিকান্দার’

টিজার ও ট্রেলার প্রকাশের পর দারুণ উত্তেজনা তৈরি করলেও, বিতর্কের মুখে পড়েছে সালমান খানের ‘সিকান্দার’। ভারতের মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কাঠগড়ায় পরিচালক এআর মুরুগাদোস। এই পরিস্থিতিতে মুম্বাইয়ের এক জনপ্রিয় মুসলিম সমাজকর্মী সিনেমাটির বয়কটের আহ্বান জানিয়েছেন। তার দাবি, সালমানের সিনেমা ‘সিকান্দার’ আসলে ‘ইসলামোফোবিক’।

ঈদের সময়ে মুক্তি পাওয়া ‘সিকান্দার’-এর জন্য প্রত্যাশা ছিল বেশ উঁচু। তবে গত তিন দিনে বক্স অফিসে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি এই সিনেমা। বিশ্বব্যাপী ১০০ কোটি আয় করলেও, ভারতে মাত্র ৭৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। এমন পরিস্থিতিতে, মুম্বাইয়ের সমাজকর্মী এবং আইনজীবী শেখ ফায়াজ আলম ‘সিকান্দার’-এর ওপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন।

তিনি পরামর্শ দিয়েছেন, ‘সিকান্দার’ না দেখে বরং গাজার ত্রাণ তহবিলে সহায়তা করুন, কিংবা মুসলিমদের শিক্ষা, আইন, রাজনীতিতে বিনিয়োগ করুন।

এই সমাজকর্মীর মূল আপত্তি মুরুগাদোসের গত বছর মুক্তি পাওয়া সিনেমা ‘থুপাক্কি’-কে নিয়ে। তার দাবি, ওই সিনেমায় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করা হয়েছিল, এবং সেই প্রসঙ্গ তুলে এবার ‘সিকান্দার’ বয়কটের আহ্বান জানানো হয়েছে।

এদিকে বিতর্কের পর ‘সিকান্দার’-এর শো সংখ্যা ৩২ শতাংশ কমে গেছে। ভারতের বেশ কিছু শহরে চাহিদার অভাবে ছবির শো কমিয়ে দেওয়া হয়েছে। বক্স অফিসের ফলাফলও সালমানের ভক্তদের কিছুটা হতাশ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *